বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০১:২২ অপরাহ্ন

নবীগঞ্জে তানহা জনি’র ’কোমল হাতে স্নেহের পরশ’ বইয়ের মোড়ক উন্মোচন

নবীগঞ্জে তানহা জনি’র ’কোমল হাতে স্নেহের পরশ’ বইয়ের মোড়ক উন্মোচন

 

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সাহিত্যে পুরুষ লেখকদের পাশাপাশি নারী লেখিকারা যথার্থ অবদান রেখে চলেছেন, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি ছামিনা বানু নবীগঞ্জের কৃতি সন্তান। কবি তানহা জনিও একদিন সার্থকতার পরিচয় দিয়ে সাহিত্যাঙ্গনে প্রতিষ্ঠা লাভ করবেন। গতকাল ১৪ জানুয়ারী মঙ্গলবার নবীগঞ্জ শহরের আরজু রেষ্টুরেন্টে কবি তানহা জনি’র কাব্যগ্রন্থ ” কোমল হাতে স্নেহের পরশ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কালাম আজাদ উপরোক্ত কথাগুলো বলেন। তরুণ কবি তানহা জনির কবিতার বই কোমল হাতে স্নেহের পরশ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ছুনু মিয়া। আব্দুল মুত্তালিবের পরিচালনায় উক্ত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালামীযে ইসলামীয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, অভিযাত্রিক সম্পাদক কবি রফীকুল ইসলাম মুবিন, নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি কবি কাজী হাসান আলী, নবীগঞ্জের বিশিষ্ট কবি ও গবেষক পর্তুগাল প্রবাসী এম শহিদুজ্জামান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ, কবি নিলুপা ইসলাম নিলু,নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, কবি এসএম সাজ্জাদ,কবি ইব্রাহীম ইউসুফ, কবি আবুল হোসেন প্রমুখ। সভার শুরুতেই মুহাম্মদ হাবিবুর রহমান পবিত্র কোরআন তিলাওয়াত করেন। উল্লেখ্য নবীগঞ্জে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড জড়িত হাকিম ফাউন্ডেশন ইউ এস এর প্রকাশনায় কবি তানহা জনি’র কোমল হাতে স্নেহের পরশ কবিতার বই মেড়ক উম্মোচন অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করে হাকিম ফাউন্ডেশন (ইউ,এস,এ)। এতে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাকিম ফাউন্ডেশন ইউএসএ’র কো-চেয়ারম্যান রুফুল আমীন, মো: নুনু মিয়া, শেখ ইসহাক মিয়া, মো: মাহমুদ মিয়া, আব্দুস সালাম, আব্দুল মুতালিব, জিয়াউল হক। গ্রীস প্রবাসী শেখ নজির মিয়া, সৌদিআরব প্রবাসী সুলাইমান আহমদ শিপন, লিকসন মিয়া, আব্দুল কাইয়ুম চৌধুরী, জুবায়ের রাকিব, ইফতেখার হোসেন রাজিব, ৭নং করগাঁও তালামীযে ইসলামিয়ার সদস্য মুজিবুর রহমান, নাদিমুর রহমান নাদিম। সবুজকুঁড়ির ইসফাক আহমদ তুহিন ও মাহিদুল ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com