স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে সংবাদপত্র হকার্স কমিটির সেক্রেটারী ও পৌর কৃষকদলের আহ্বায়ক আশরাফুল আলম সবুজ (৫০) কে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে হকার্স কমিটির নেতৃবৃন্দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সবুজের মেয়ের বিয়ের দিন ছিলো। কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বের হয়ে উমেদনগরের রাস্তায় আসামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা একই গ্রামের সুহেল মিয়া ও তার ভাই সাদ্দাম মিয়াসহ একদল লোক তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে আহত করে। লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য হাসপাতালে হকার্সরা ছুটে যান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুক্তকণ্ঠের জেলা প্রতিনিধি জুয়েল চৌধুরী, ঢাকার ডাকের জেলা প্রতিনিধি শাওন খান, হকার্স সমিতির সভাপতি কামাল খান, ফজল মিয়া, আল আমিনসহ বেশ কয়েকজন। রাতে আহত সবুজ বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করেছেন। ওসি আলমগীর কবির জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply