স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের হরিণমারা ও চামলতলির একটি স্বার্থান্বেষীচক্র ৬নং ওয়ার্ড মেম্বার আমির হোসেন বাচ্চু ও তার পরিবার পরিজনের মানসম্মান সমাজে হেয় করার কুমতলবে ফেইসবুকসহ বিভিন্ন প্রচার মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কুচক্রী ওই সংঘবদ্ধ দলের প্রধান হরিণমারা গ্রামের আন্নর আলীর পুত্র আমির আলী ও চামলতলী গ্রামের আহাদ আলীর পুত্র আফছার আলী। তাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালত সিলেটে একটি মামলা দায়ের করেন আমির হোসেন বাচ্চু। সাইবার ট্রাইব্যুনাল মামলা নং ১৮/২০২৫ইং। সাইবার ট্রাইব্যুনালের মাননীয় বিচারক তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য হবিগঞ্জ পিবিআইকে আদেশ দিয়েছেন।
এজাহারে গত ৯ জানুয়ারী থেকে বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন ফেইসবুক আইডি থেকে বাদী ও তার পরিবারের মানসম্মান হানিকর বক্তব্য প্রচার করে যাচ্ছেন অভিযুক্ত আমির আলী ও আফসার আলী। বানোয়াট সংবাদ সম্মেলনের নাম করে বিবাদীগণ এই অপপ্রচার করে বাদী তার পরিবারের মান সম্মান হানি করার অপচেষ্টা করে যাচ্ছেন। বাদী একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও সমাজসেবক। এলাকায় বাদী ও তার পরিবার পরিজনের সামাজিক মর্যাদা রয়েছে। বিবাদীগণ নানা রকম কুৎসা রটনা করে বাদী আমির হোসেন বাচ্চু মেম্বার ও তার পরিবার পরিজনের মানসম্মানের হানি ঘটিয়েছেন।
বিবাদীগণ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিরোধীতাকারী। হবিগঞ্জ জেলা সদরের নাতিরাবাদ এলাকার মেরাজ আলী বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলার ২৫নং আসামী আমির আলী। বৈষম্য বিরোধী আন্দোলন মামলার আসামী হয়েও আমির আলী এখনো সমাজে নানা রকম অপরাধ করে নির্বিঘ্নে ঘুরে বেড়াছে।
Leave a Reply