সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

অত্যাচার নির্যাতন বিএনপিকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করেছে

অত্যাচার নির্যাতন বিএনপিকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করেছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের উপর দিয়ে স্মীমরোলার চালানো হয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুন সবই করা হয়েছে। একেবারে প্রত্যন্ত অঞ্চলের একজন নেতাকর্মীও শান্তিতে ঘরে ঘুমাতে পারেননি। এসব অত্যাচার নির্যাতন বিএনপিকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করেছে। বিএনপিকে ভাঙ্গার বহু ষড়যন্ত্র করা হয়েছে। কোন ষড়যন্ত্রই ধুপে টিকেনি। বরং মাত্র সাড়ে ১৫ বছর রাজত্ব করে এখন আওয়ামী লীগই হারিয়ে যেতে বসেছে। নিজেরা এখন অস্তিত্ব সংকটে পড়েছে। শনিবার রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের বনমথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, জেলা যুবদল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, উপজেলা যুবদল আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরান, ফয়সল, মিলন খান, এম এ হাসান, জুলফি খান তিতু, ছাত্রদল আহ্বায়ক মোবাশি^র আহমেদ মজনু, আশরাফুজ্জামান মুবিন ও এমদাদুল হক বাবু প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com