শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ডাকাতদলের হামলায় মহসিন মিয়া (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর ৪টার দিকে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ স্টেশন রোডে অবস্থিত গ্রামীন টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ছিলেন। তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মৃত আঃ রহিম মাস্টারের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টায় বাড়িতে যাওয়ার সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়া ও মহসিনসহ অন্যরা খবর পান ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি হচ্ছে। তারা এগিয়ে গেলে ডাকাতদলের কবলে পড়েন। ডাকাতরা ইলিয়াসের মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় মহসিন পালিয়ে গেলে তাকে ডাকাতরা ধাওয়া দেয়। মহসিন মোবাইলে বাড়িতে খবর দেন যে তারা ডাকাতের কবলে পড়েছেন। এরইমধ্যে চারদিক থেকে লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল পালিয়ে যায়। কিন্তু মহসিনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনসহ এলাকাবাসী তার খোঁজ করতে থাকেন। পরে ভোর ৪ টার দিকে তাকে অজ্ঞান অবস্থায় শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠের কাছে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
Leave a Reply