বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি

চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি

 

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট ও মাধবপুর ভারত সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে.কর্ণেল মোঃ তানজিলুর রহমান। এর আগে ২ ও ৩ ফেব্রুয়ারি পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক এসব অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ ও ৩১.৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার হয়। যার মূল্য ২ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা। এরমধ্যে তেলিয়াপাড়া বিওপির টহল দল জেলার মাধবপুর উপজেলার ১৭নং চা-বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানের চোরাকারবারিরা পালিয়ে গেলে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গুইবিল বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার ডুলনা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে ৩১.৯ কেজি ভারতীয় গাঁজা। বাল্লা বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৬৪/১৬-এস সংলগ্ন খোয়াই ফ্রন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় উদ্ধার হয় ৭ বোতল ভারতীয় মদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com