মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে পদত্যাগ করতে চাপ সৃষ্টি ও মানসিকভাবে নাজেহাল করায় ভয়ে স্ট্রোক করেছেন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মঙ্গলবার দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ১০/১৫ জন যুবক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় প্রবেশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে পদত্যাগ করতে চাপ দেন। এছাড়া এ সময় তারা প্রধান শিক্ষককে আড়াই লাখ টাকার অনিয়ম ও দূর্নীতির হিসেব তুলে দেন। এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক অচেতন হয়ে পড়েন। তিনি অচেতন হয়ে পড়লে ফয়সল নামে এক যুবক তার ফেসবুক আইডি থেকে অচেতন শিক্ষকের ভিডিও চিত্র ধারণ করে ছেড়ে দেন। ফয়সল তার ভিডিও চিত্রে বলেন,শিক্ষকের সাথে কেউ খারাপ ব্যবহার করেনি। পদত্যাগের কথা বলায় তিনি অচেতন হয়ে পড়েন। বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম বলেন, বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মানসিকভাবে মারাত্মক নাজেহাল করায় চাপ সইতে না পেরে তিনি শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ডাক্তারের পরামর্শে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ট তদন্তের দাবি জানানো হয়েছে।
Leave a Reply