স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রকৃত সাংবাদিকদের যাচাই বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবীতে মানবন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডেইলী নিউজ মেইলের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহ কামাল সাগর এর সভাপতিত্বে ও জাতীয় দৈনিক ঘোষণার হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার অপু আহমেদ রওশনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিজয় টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি ইলিয়াস আলী মাসুক, ডেইলি অবজারভার এর হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, দৈনিক সংবাদের হবিগঞ্জ প্রতিনিধি শাহ আলম, দৈনিক তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, দি সাউথ এশিয়ান টাইমস হবিগঞ্জ প্রতিনিধি আজিজুর রহমান শায়েল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক আফতাবুর রহমান সেলিম, বাংলাদেশ টাইমস স্টাফ রিপোর্টার এস ডি আর পিনাক, দৈনিক তরফ কণ্ঠের মফস্বল রিপোর্টার সাইফুদ্দিন জাবেদ, দৈনিক নিরপেক্ষ এর জেলা প্রতিনিধি আব্দুল হাকিম, হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার রাহিম আহমেদ, দৈনিক খবরের কন্ঠ এর বার্তা সম্পাদক মীর দুলাল, দৈনিক বিজয় প্রতিধ্বনির স্টাফ রিপোর্টার সঞ্জব আলী, ডেইলী হবিগঞ্জের সকাল স্টাফ রিপোর্টার লায়ন আনোয়ার হোসেন, দৈনিক মত প্রকাশের স্টাফ রিপোর্টার সাহেনা আক্তার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ প্রেসক্লাবে সদস্য হওয়ার দাবি জানিয়ে আসছি। আমাদেরকে বারবারই আশ্বাস দেয়া হয় সদস্য করা হবে। কিন্তু বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা অজুহাতে আমাদেরকে সদস্য হওয়া থেকে বঞ্চিত করে। আমরা বরাবরই বৈষম্যের শিকার। বক্তারা, হবিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রকৃত সাংবাদিকদের যাচাই বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবী জানান। অন্যতায় এই আন্দোলন আরও কঠোর আন্দোলনে রূপ নেবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
Leave a Reply