শুক্রবার, ১১ Jul ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

বানিয়াচং ধান গবেষণা কেন্দ্রে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

বানিয়াচং ধান গবেষণা কেন্দ্রে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ একনেকে পাশ হওয়া পূর্ব প্রস্তাবিত বানিয়াচং নাগুরা ফার্ম ধান গবেষণা ইনস্টিটিউটের অব্যবহৃত বিশাল জমিতে কৃষি বিশ^বিদ্যালয়ের স্থাপনের দাবীতে মানবন্ধনন করেছেন সচেতন এলাকাবাসী। গতকাল রবিবার বিকেলে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুলের শিক্ষার্থীসহ শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানবন্ধনে আমিরুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে এবং জিয়াউর রহমান ও ইকবাল মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ লতিফ, সাংবাদিক রাশেদ আহমেদ খান, এ কে ফয়জুল ইসলাম, লিংকন মিয়া, আবুল কালাম, তুফাজ্জুল হক, হাফিজুর রহমান, এটিএম কদর আলি, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জামাল মিয়া, সহকারী শিক্ষক জুবায়ের মিয়া এবং রাসেল আহমেদ ঠাকুর। এছাড়া এলাকার সচেতন নাগরিক সমাজ সভায় উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জে কৃষি বিশ^বিদ্যালয়ের অনুমোদনে পর থেকে নাগুরা ফার্মে হওয়ার সকল প্রস্তুতি নেয়া হয়েছিল। এখানে ৩শ একর জমি রয়েছে অব্যবহৃত। এতে বিনামূল্যে জমি পেলে সরকারের শত কোটি টাকা রাজস্ব সাশ্রয় হবে। এই হিসেব থেকে এখানে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনের জন্য ম্যাপও তৈরি করা হয়েছিল। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে হবিগঞ্জ সদরের এমপি আবু জাহির এখান থেকে সরিয়ে নেয়ার পায়তারা করেছিলেন। তাই নাগুরা ফার্ম এলাকায় কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com