নিজস্ব প্রতিনিধি ॥ অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে দেশের সবকিছু ঠিক করে একটি নির্বাচন দিয়ে চলে যেতে চায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। গতকাল রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৎস্য অভয়াশ্রম বাইক্কা বিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করছি। দেশে বিভিন্ন ঘটনা ঘটছে। তরুণদের আন্দোলনের কারণে দেশে পরিবর্তন এসেছে। তবে সবকিছুর তো পরিবর্তন হয়নি। যারা আগে ক্ষমতায় ছিলেন তাদের অনেকেই সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এ জন্য দেশে নানারকম পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে গাজীপুরের ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয়েছে। যারা দেশে এ ধরণের পরিস্থিতি তৈরি করেছেন তারা আসলে রাজনৈতিক পরিস্থিতির ক্ষতি করছেন এবং উস্কানি দিচ্ছেন। আমরা দেশটাকে সংস্কার করে, দেশের সবকিছু ঠিক করে একটি নির্বাচন দিয়ে চলে যেতে চাই।’ ফরিদা আখতার বলেন, ‘বাইক্কা বিলকে অভয়াশ্রম হিসেবে টিকিয়ে রাখতে হবে। এ বিল অভয়াশ্রম থাকায় অনেক মাছ রক্ষা করতে পেরেছি। নয়তো এগুলো হারিয়ে যেত। এখানে পাখির সঙ্গে সঙ্গে অনেক স্তন্যপায়ী প্রাণী রয়েছে। যেহেতু মাছের উৎপাদন কমে যাচ্ছে, এ জন্য দেশীয় মাছ রক্ষা করা আমাদের দায়িত্ব। অভয়াশ্রমগুলো টিকিয়ে রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। বিলগুলো খনন করতে হবে। বিলের পাখি শিকার করে আনন্দ করা বন্ধ করতে হবে। এর জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে আইনি পদক্ষেপ নিতে হবে।’ বাইক্কা বিল পরিদর্শন শেষে উপদেষ্টা হাজীপুর এলাকার বিলের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
Leave a Reply