স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান খানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জ সদর এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় হত্যা অগ্নিসংযোগ ভাঙচুরের মামলা রয়েছে।
এদিকে সাবেক এই সংসদ সদস্যের বিগত ১৫ বছরের অবৈধভাবে অর্জিত স্থাবর-অস্থাবর বিষয় সম্পদ তদন্তপূর্বক জব্দসহ তার দুষ্কর্মের অন্যতম সহযোগী তজম্মুল হক চৌধুরী ও তার এপিএস সেলিম উদ্দীনকে গ্রেফতার এবং তাদের অর্জিত অবৈধ বিষয় সম্পদ সরকারের অনুকুলে জব্দ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply