ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা ও পৌর সম্মেলন-২৫ সম্পন্ন। গতকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে জামিয়া কারিমিয়া বুশরা কমপ্লেক্সে উপজেলা ও পৌর সম্মেলন ২৫ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল। বিশেষ অতিথি জেলা সেক্রেটারি ও হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সভাপতি আলহাজ্ব শামসুল হুদাসহ জেলা নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, বিগত ১৬ বছরে দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে বৈষম্যের শিকার হচ্ছিল। জুলাই আগষ্ট আন্দোলনে সর্ব শ্রেণির মানুষ অধিকার আদায়ে বৈষম্যের বিরুদ্ধে দেশব্যাপী দুর্বার আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আগামীতে দেশের ক্ষমতায় যেন নতুন কোন স্বৈরাচার আসতে না পারে এজন্যই জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক দিতে হবে। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে হবে। প্রধান অতিথি আগামী ২ বছরের জন্য কমিটি ঘোষণা করেন উপজেলা সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন সেক্রেটারি মাওলানা আবু তৈয়্যব আল হুসাইন ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক সরদার। পৌর সভাপতি মোঃ বাছির আহমদ, সেক্রেটারি হাবিবুর রহমান শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক শেখ খাইরুল কবীর। খবর বিজ্ঞপ্তি
Leave a Reply