সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

আমেরিকা যাওয়ার পথে আজমিরিগঞ্জ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আমেরিকা যাওয়ার পথে আজমিরিগঞ্জ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 

নিজস্ব প্রতিনিধি ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার (৬৮)। গত বৃহস্পতিবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ। আলী আমজাদ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পুলিশ সূত্রে জানা গেছে, আলী আমজাদ তালুকদারের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। তিনি প্রায় সময় আমেরিকায় বসবাসরত তার পরিবারের কাছে যাওয়ার জন্য যাতায়াত করতেন। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানা পুলিশ বিমানবন্দর পুলিশকে আগেই সতর্ক করেছিল। এরপর গত বৃহস্পতিবার রাতে, আলী আমজাদ তালুকদার যখন আমেরিকার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান, তখন পুলিশ তাকে আটক করে। আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আলী আমজাদ তালুকদারকে আজমিরীগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আগে থেকেই বিমানবন্দর কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করা হয়। এদিকে, আলী আমজাদ তালুকদারের নাম গত বছরের ৫ আগস্ট হবিগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায়ও অন্তর্ভুক্ত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com