শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়। শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় সহকারী শিক্ষক লাকি আক্তারের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোমলমতি শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা প্রদানের কেন্দ্রস্থল প্রাথমিক বিদ্যালয়, ভিত শক্ত করে গড়ে তুলবার, মানবিক মূল্যবোধে জাগ্রত হওয়ার, মানবিক মানুষ হওয়ার মূল স্হলটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। সম্মানীয় শিক্ষকগণ নিশ্চয় ও আন্তরিকতায় পাঠদান করাবেন, অভিভাবকগণ সর্বোচ্চ সহযোগিতা করবেন, শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামীর শ্রেষ্ঠ সন্তান। আমি আমার সর্বোচ্চটা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অভিভাবক সভাপতি সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, অভিভাবক আলী হোসেন, জালাল উদ্দিন রুমি। এ সময় শত শত মা ও শিশুরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ভরা প্রাণোচ্ছল উপস্থিতি স্কুল প্রাঙ্গণকে করে তোলে মুখরিত।
Leave a Reply