স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকালে তিন যুবককে আটক করেছে বিজিবি।
গতকাল বুধবার (২১ মে) দুপুরে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপি ক্যাম্পের টহল চলাকালীন সময়ে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের সালিক মিয়ার পুত্র সাকিব মিয়া (২৫), একই উপজেলার বক্তারপুর গ্রামের আরব আলীর পুত্র তাওহিদ মিয়া (২৮) এবং হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল আওয়ালের পুত্র সাহিদ মিয়া (৩২)। বিজিবি তাদের বুধবার সন্ধ্যায় হালুয়াঘাট থানায় সোপর্দ করে। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, “বিজিবি আটক করে তিন যুবককে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
Leave a Reply