সোমবার, ১৯ মে ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

সীমান্তে ২৪ ঘণ্টার অভিযানে ১০ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি

সীমান্তে ২৪ ঘণ্টার অভিযানে ১০ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে ১০ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার হয়। ৫৫ বিজিবি জানায়, প্রথম অভিযানটি ২৩ ফেব্রুয়ারি রাত ১০টায় সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার নারাক্ষেত এলাকায় পরিচালনা করে। এতে ১১৫ কেজি ভারতীয় গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযান ২৪ ফেব্রুয়ারি বিকেল ৮টা ৩০ মিনিটে তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলার খ্রিস্টান কবরস্থান এলাকায় পরিচালনা করে। সেখানে ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। একই দিনে দুপুর সাড়ে ১২টায় সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার বেতবাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। রাত ৭টা ১০ মিনিটে দুধপাতিল বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার মাজারটিলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। রাত ৯টা ৩০ মিনিটে তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলার ২০নং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। ২৫ ফেব্রুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে মনতলা বিওপির টহলদল মাধবপুর উপজেলার দুর্গানগর এলাকায় অভিযান চালিয়ে ১০.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। রাত ২টা ৫০ মিনিটে সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার লেবুবাগান এলাকায় টহল পরিচালনা করে ২০ কেজি ভারতীয় গাঁজা ও ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উল্লেখিত অভিযানে মোট ১০,০২,৩৫০ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com