লাখাই সংবাদদাতা ॥ সাবেক মেয়র জি কে গউছের বাসায় প্রবেশ করে হত্যার চেষ্টা মামলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। লাখাই থানা সুত্রে জানা যায় ,গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক সজল সরকারের নেতৃত্বে লাখাই থানার পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার ও এ এস আই আনোয়ারুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বামৈ পশ্চিম গ্রামের অভিযান চালিয়ে আসামীর বাড়ী থেকে মৃত বালিষ্টর মিয়ার ছেলে রুহুল আমীন কে গ্রেপ্তার করে প্রথমে লাখাই থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য যে গত ২০২৩ সালে জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের বাসায় তৎকালীন সময়ে এসপি,ওসি, আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে ৭৫ জনকে আসামী করে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
Leave a Reply