মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সকল মসজিদে পবিত্র রমজান উপলক্ষে ইফতার অনুদান প্রদান করা হয়েছে। অনুদান প্রদান উপলক্ষে ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রভাংশু সোম মহান,মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। অনষ্ঠানে নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম ও মহল্লার ৩৭ টি মসজিদে ৫ হাজার টাকা করে ইফতার অনুদান বিতরণ করা হয়। মসজিদের ইমাম ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও করণীয় বিষয়েও এ অনুষ্টানে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব অপরিসীম।সুতরাং জন্মমৃত্যু নিবন্ধন বিষয়ে আপনাদের ভূমিকা এক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
Leave a Reply