চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বিভিন্ন ছড়া ও নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন ঠেকানো যাচ্ছে না। দিনে রাতে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। উপজেলা প্রশাসন ফেব্রুয়ারী মাসে ১০টি অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে নিয়োজিত ৬৫টি ড্রেজার মেশিন বিনষ্ট ও প্রায় ১০ হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে। বালু জব্দ করেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ বালু উত্তোলন। সর্বশেষ মঙ্গলবার উপজেলার গাজীপুর ইউনিয়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০টি ড্রেজার মেশিন ও প্রায় ৪ হাজার পাইপ বিনষ্ট করে। এর আগের দিন উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও নামক স্থানে মোবাইল কোর্টের অভিযানে ১৫টি মেশিন ও ৩ হাজার পাইপ বিনষ্ট করা হয়েছে। এর দুদিন আগে উপজেলার শানখলা ইউনিয়নের গাধাছড়ায় অভিয়ান চালান ভ্রাম্যমান আদালত। সেখানে ১০টি মেশিন ও প্রায় ২ হাজার পাইপ বিনষ্ট করা হয়। এছাড়া এ মাসের প্রথম দিকে উপজেলার দ্বারাগাও এলাকায় এবং করাঙ্গী নদীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেখানে ৫টি মেশিন ও সহস্রাধিক ফুট পাইপ বিনষ্ট করা হয়। ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে অভিযান চলে উপজেলার খোয়াই নদীর উবাহাটা ও করিমপুর এলাকায়। নষ্ট করা হয় ১৫টি মেশিন ও কয়েক হাজার ফুট পাইপ। এভাবে সারা মাস জুড়ে অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া ও সহকারি কমিশনার মাহবুব আলম মাহবুব। এসব অভিযানের পর পরই বালু খেকোরা পুনরায় মেশিন বসিয়ে দেয় নদী ও বিভিন্ন ছড়ায়। কোন কোন স্থানে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলন করে আবার কোন স্থানে ইজারা নেই, তাতেও থেমে নেই বালু উত্তোলন। দিনরাত প্রভাবশালী মহল বালু উত্তোলন করে বিক্রি করছে। এ সব অভিযানে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশ। এ বিষয়ে সহকারি কমিশনার মাহবুব আলম মাহবুব বলেন, আমাদের নির্ধারিত কাজের বাইরে প্রতিদিন কোথাও না কোথাও মোবাইল কোর্টসহ নানা কাজ করতে হয়। চুনারুঘাটে বড় সমস্যা বালু উত্তোলন। কেউ কেউ ইজাদার হয়েও নির্ধারিত মহাল বাদ দিয়ে অন্যস্থানে বালু উত্তোলন করে আবার কেউ লীজ নেই এমন ছড়া ও নদী থেকে বালু উত্তোলন করছে। এসব নিয়ে প্রতিদিন অভিযোগ আসছে। আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। তিনি বলেন ফেব্রুয়ারী মাসে উপজেলার বিভিন্ন ছড়া ও নদীতে ১০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে বড় ৫টি অভিযানে কমপক্ষে ৬৫টি বালু উত্তোলনের মেশিন ও ১০ হাজারের বেশি ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
Leave a Reply