নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং গাজীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গণ সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ ঘটিকায় গাজীপুর ইউনিয়ন পরিষদ মাঠে, ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম সাজলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ৫নং শানখলা ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট মোঃ নজরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইদ্রিস আলী, সেক্রেটারি মীর মোঃ সাহেব আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এমদাদুল হক চৌধুরী, মাওলানা শেখ রায়হান উদ্দিন ও নোমান আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, চুনারুঘাট উপজেলা সভাপতি এডভোকেট খলিলুর রহমান, ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল আলী শাহিন, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোস্তফা হোসাইন মস্তু, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম কাজল, বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান শিবলী ভূঁইয়া। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মারুফ মিয়া প্রমুখ।
Leave a Reply