স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার ভোররাতে র্যাব-৯ সিপিসি-২ মৌলভীবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রতনপুর এলাকায় অভিযান চালিযে রতনপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোঃ ইসমাইল মিয়া(৩২) এবং একই এলাকার মৃত তাজউদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩০)কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। পরে তাদের মাধবপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply