বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যৌথবাহিনীর অভিযানে দুটি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। এসময় কয়েক লক্ষাধিক কাচা ইট নষ্ট করা হয়। গতকাল সোমবার দুপুরে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় নিউ রয়েল ব্রিকস ও রবিন ব্রিকস নামে দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এস্কেভেটর দিয়ে আগুনের চুল্লি ও কাঁচা-পাকা ইট ধবংস করা হয়।
অভিযানে নেতৃত্ব¡ দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গিয়াস উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রণজিৎ চন্দ্র দাস। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রণজিৎ চন্দ্র দাস জানান, রয়েল ব্রিকস ও রবিন ব্রিকস নামে দুটি ইটভাটা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন নেই। এছাড়া পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র ও নেই। তাদেরকে বেশ কয়েকবার নোটিশ ও সর্তক করা হয়েছে। কিন্তু তারা কোন কাগজপত্র নবায়ন করেন নি। সোমবার দুপুরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ সহায়তায় অভিযান করে দুটি ইঠভাটাকে ধবংস করা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের সদস্যরা ইটভাটার আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে এস্কেভেটর দিয়ে চুল্লিসহ সব কিছু ধবংস করা হয়। এদিকে মালিক পক্ষ জানিয়েছে, তাদের প্রায় ৫৫ লাখ কাঁচা ইট নষ্ট করা হয়েছে। এছাড়া কয়েক লাখ পোড়ানো ইট ধবংস করা হয়েছে।
Leave a Reply