স্টাফ রিপোর্টার ॥ যমুনাবাদ গ্রামে চুরির অপবাদে মধ্যপুযোগীয় কায়দায় গাছের সাথে বেঁধে এক ব্যক্তিকে নির্যাতন করায় সমালোচনা শুরু হয়েছে। বাহুবল উপজেলার তারাপাশা গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র শহীদুল ইসলাম (২৫) সদর হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। এ বিষয়ে সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, যমুনাবাদ গ্রামের রুহেল মিয়া, সোহেল মিয়া, বনদক্ষিণ গ্রামের আব্দুল ওয়াদুদ, আব্দুল মালিক সহ একদল লোক গত রবিবার রাতে শহীদুলকে ধরে নিয়ে সোহেল মিয়ার বাড়িতে বেঁধে নির্যাতন চালায়। এক পর্যায়ে তার শরীরে পেট্রোল দিয়ে আগুন জ¦ালিয়ে দেয় এবং গুড়া মরিচ শরীরে ছিটিয়ে দেয়। এ সময় সে চিৎকার করলে তা ভিডিও করে ছড়িয়ে দেয়া হয় যোগাযোগ মাধ্যমে। লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হলে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়।
Leave a Reply