মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ ৩২ কেজি গাঁজা সহ আব্দুল মতিন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার গভীর রাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে আব্দুল মতিন কে গ্রেফতার করে পুলিশ। আব্দুল মতিন নারায়নপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে। এ ব্যাপারে এএসআই মামুন মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনের সংস্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করেছেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply