স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া বাতিল করে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস স্থাপনের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জেলার বেশিরভাগ সক্রিয় সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো।গতকাল রোববার সংগঠনের নেতারা হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ ফরিদুর রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর মাধ্যমে উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রেরণ করেন। জেলা প্রশাসক এ সময় হবিগঞ্জবাসীর এই প্রাণের দাবি অন্তবর্তী সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা বরাবর প্রেরণ করে মেডিকেল কলেজ রক্ষায় কাজ করবেন বলে সংগঠনগুলোকে আশ্বাস্থ্য করেছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার ২৪ লাখ মানুষের প্রাণের দাবি— হবিগঞ্জ মেডিকেল কলেজ ২০১৬ সালে প্রতিষ্ঠা পায়; কিন্তু ফ্যাসিবাদী সরকারের একটি মহলের স্বার্থান্বেশী তৎপরতায় আজও সেই স্বপ্নের প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস স্থাপন হয়নি। এরপর ৫ আগস্ট জনগণের বিপুল সমর্থন নিয়ে অন্তবর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে এ প্রতিষ্ঠান নিয়ে আশার আলো দেখা দেয়। হবিগঞ্জবাসী মনে করতে থাকে— এখন মেডিকেল কলেজ নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার মধ্য দিয়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কিন্তু দুঃখের কথা এই যে— ক্যাম্পাসের স্থান নির্ধারণ জটিলতা ও অবকাঠামোগত সংকট এবং মানহীনতার অভিযোগ তুলে প্রতিষ্ঠানটি বন্ধের কথা উঠেছে। এরপর থেকেই হবিগঞ্জের সর্বস্তরের জনতা ফুঁসে উঠেছে। এজন্য অব্যাহত আন্দোলন চলছে। জনগণের প্রাণের দাবি বাস্তবায়ণ না হলে পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনগুলো দুর্বার আন্দোলন গড়ে তুলবে। স্মারকলিপিতে স্বাক্ষর করেন, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ ফরাশুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল হাসান, নাগরিক আন্দোলনের সভাপতি পীযূষ চক্রবর্তী, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের আহবায়ক সফিকুল বারী আওয়াল, মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, টমটম সমিতির সহ সভাপতি স্বপন কুমার গোপ, অটোরিকশা সমিতির কার্যকরী সভাপতি ধনু মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাসেম, ধান চাউল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, বীর মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান প্রমুখ।
Leave a Reply