নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে ১৭ মার্চ বিকালে এক ভুমিহীন পরিবারের লোকজনের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ভুমিহীন মুহিত মিয়া ও তার স্ত্রী হনুফা বেগম প্রভাবশালীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েও তারা পড়েছে বিপাকে। আসামীদের অনাগত হুমকীর কারনে চরম নিরাপত্তহীনতায় ভোগছেন ভুমিহীন ওই পরিবার।
স্থানীয় সুত্রে জানাযায়, কুর্শি ইউনিয়নের এনাতবাদ গ্রামের আমির উল্লার ছেলে ভুমিহীন মুহিত মিয়া দীর্ঘদিন ধরে সরকারী খাস ভুমিতে একটি ঘর তৈরী করে বসবাস করে আসছেন। এতে বিভিন্ন জাতের গাছ গাছালি লাগান মুহিত মিয়া। ২০২৪ সালের জুন মাসে ওই জায়গার মুল্যমান গাছ জোরপুর্বক কেটে নেয় একই গ্রামের ময়না মিয়া ও সাদ্দত মিয়াগংরা। নিরুপায় হয়ে ভুমিহীন মুহিত মিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিলে স্থানীয় তহশীল অফিস থেকে সহকারী ভুমি কর্মকর্তা সরজমিন গিয়ে ওই গাছ গুলো জব্দ করেন। এরপর থেকেই ক্ষিপ্ত হয়ে উঠেন ময়না মিয়াগংরা। এরজের ধরেই গত ১৭ই মার্চ বিকালে ময়না মিয়া, সাদ্দত মিয়াগংরা ভুমিহীন মুহিত মিয়ার বসত ঘরে অর্তকিত হামলা চালায়। এতে বাধাঁ দিলে হামলাকারীরা ভুমিহীন মুহিত মিয়া (৪৫), তার স্ত্রী হনুফা বেগম (৪০)কে বেদরক মারপিট করে। এ সময় তারা বাড়িঘর ভাংচুর ও ঘরে থাকা আসবাবপত্র লুট করে নিয়ে যায়। প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয় ভুমিহীন পরিবারের। এ ব্যাপারে মুহিত মিয়া নবীগঞ্জ থানায় মামলা দিলে এসআই আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে গুরুতর আহত মুহিত মিয়া ও তার স্ত্রীকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করেন। এছাড়া মামলা করেও বিপাকে পড়েছেন মুহিত মিয়া। বিবাদী প্রভাবশালী হওয়ায় তাদেরকে অনাগত হুমকী দিয়ে আসছে। তাদের হুমকীতে চরম নিরাপত্তহীনতায় ভোগছেন ভুমিহীন পরিবার। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবারের প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply