মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, মোবাইল এবং মোটরসাইকেল সহ দুই জন মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপি’র টহল দল কমান্ডার হাবিলদার চিংনু মং মার্মা এর নেতৃত্বে রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালুয়াবাদ নামক স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন।অভিযানে চোরাকারবারী উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে মোঃ নাজিম উদ্দীন (২৭) এবং জগদীশ পুর ইউনিয়নের বেজুড়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে মোঃ রতন মিয়া (৩৭) কে ৮ কেজি ভারতীয় গাঁজা, ২টি মোবাইল এবং ১টি মোটর-সাইকেলসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বাজার মূল্য ৩ লক্ষ ৯৯ হাজার টাকা। পরবর্তীতে, আটককৃত চোরাকারবারীদের উদ্ধারকৃত মাদক ও মালামালসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply