শুক্রবার, ১১ Jul ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

মডেল মসজিদে আরেক দফা ফাটল, কেনা হয়নি আসবাব

মডেল মসজিদে আরেক দফা ফাটল, কেনা হয়নি আসবাব

স্টাফ রিপোর্টার ॥ দু’বছর অতিবাহিত হলেও চুনারুঘাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে সরবরাহ করা হয়নি আসবাবপত্র (ক্রোকারিজ সামগ্রী)। এ ছাড়া ভবনে দ্বিতীয় দফায় ফাটল দেখা দেয়ায় এ মসজিদের কার্যক্রম চলছে অনেকটা জোড়াতালি ও ঝুঁকির মধ্য দিয়ে। আর এলাকাবাসী বলছেন, এখন পর্যন্ত মডেল মসজিদ পুরোপুরিভাবে চালু হয়নি। এরই মধ্যে দুই দফা ফাটল দেখা দিয়েছে। আগের ফাটলগুলো কোনো রকম মেরামত করা হয়েছিল। এখন যে ফাটল দেখা দিয়েছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে ব্যবহার্য সামগ্রী ক্রয়ের জন্য সংশ্লিষ্ট দফতরকে ২০২২ সালে চিঠি দিয়েছিলেন প্রকল্প পরিচালক। কিন্তু সেই চিঠি ২০২৫ সালে এসেও আলোর মুখ দেখেনি। এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক ও ক্রয় কমিটির সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামানের ভাষ্য, আসবাবপত্র ক্রয়ের কাজ সরকারি গণপূর্ত অধিদফতরের। তারা সেই উদ্যোগ নেয়নি, উল্টো নতুন করে ফাটল দেখা দিয়েছে মসজিদের দেয়াল ও ভিমে। ২০২২ সালে প্রকল্প পরিচালক মো. নজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, দেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবহার্য সামগ্রীর (ক্রোকারিজ) তালিকা প্রস্তুত করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় অথবা জেলা কার্যালয়ের উপপরিচালকের সঙ্গে আলোচনা করে মালামাল ক্রয়কাজ সম্পন্ন করার অনুরোধ করা হলো। এরপর ২০২৩ সালের ১৬ জানুয়ারি চুনারুঘাট উপজেলা মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কিন্তু মসজিদের বিভিন্ন অংশে ফাটলসহ একাধিক জটিলতায় নামাজ শুরু হয়েছে উদ্বোধনের আরও ৯ মাস পর। সরেজমিন গিয়ে দেখা যায়, মসজিদের কয়েকটি অংশের দেয়ালে নতুন করে ফাটল দেখা দিয়েছে। ভিমেরও কোথাও কোথাও ফাটল রয়েছে। এ নিয়ে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, উদ্বোধনের আগেই একবার ফাটল দেখা দিয়েছিল। তখন কর্তৃপক্ষ এলাকাবাসীর চাপে জোড়াতালি দিয়ে মসজিদ উদ্বোধন করেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মসজিদ নির্মাণ নিয়ে হরিলুট শুরু করেছে গণপূর্ত বিভাগ। মসজিদে আসা এক মুসল্লি জানান, এখন পর্যন্ত মডেল মসজিদ পুরোপুরি চালু হয়নি। এরই মধ্যে দুই দফা ফাটল দেখা দিয়েছে। আগের ফাটলগুলো কোনোরকম মেরামত করা হয়েছিল। এখন যে ফাটল দেখা দিয়েছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আল্লাহর ঘর নির্মাণে যদি এমন অনিয়ম হয় তা হলে সমাজে ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা হবে। এসব বিষয়ে কথা বলতে হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম সাকিবুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com