সোমবার, ১৯ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

লাখাই সুতাং নদীতে দীর্ঘ দিনেও সেতু নির্মাণ না হওয়ায় ৩৫ গ্রামের মানুষের অবর্ণনীয় দুর্ভোগ

লাখাই সুতাং নদীতে দীর্ঘ দিনেও সেতু নির্মাণ না হওয়ায় ৩৫ গ্রামের মানুষের অবর্ণনীয় দুর্ভোগ

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত বুল্লা ইউনিয়নের বুল্লা বাজার সংলগ্ন স্থানে সুতাং নদীর উপর সেতু না থাকায় ভাটি এলাকার ৩৫টি গ্রামের মানুষের চলাচলের ভরসা একটি মাত্র বাঁশের সাঁকো। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখানে নির্মাণ হয়নি একটি সেতু। ফলে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় গ্রামবাসীকে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সেতু না থাকায় শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছেন এ অঞ্চলের মানুষ। নদীর দুই পাড়ে রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করতে হয়। ফলে জরুরি অনেক সুযোগ-সুবিধা ও সেবা থেকে বঞ্চিত রয়েছেন এই এলাকার বাসিন্দারা। স্থানীয়রা সেতু নির্মাণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এ প্রসঙ্গে গোপালপুর গ্রামের বিজয় সরকার বলেন, জনপ্রতিনিধি হওয়ার আগে আমাদের প্রতিশ্রুতি দিয়ে যায় সেতু নির্মাণ করার। কিন্তু নির্বাচনের পর আর কেউ আমাদের খোঁজ-খবর রাখে না। আমরা অনেকদিন ধরে সুতাং নদীর উপর একটি সেতুর স্বপ্ন দেখছি। কিন্তু আমাদের স্বপ্ন আজ পর্যন্ত বাস্তবে পরিণত হলো না। সিংহ গ্রামের কৃষক সুমায়ুন মিয়া বলেন, একটি সেতুর অভাবে আমাদের জমি থেকে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে খুব কষ্ট হয়। সেতু না থাকায় বাধ্য হয়ে বিকল্প রাস্তা দিয়ে কৃষিপণ্য নিতে হয় দ্বিগুণ খরচ করে। এতে আমরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হই। সরকারের কাছে দাবি, আমাদের মতো গরিব-অসহায়দের কথা চিন্তা করে সুতাং নদীতে একটা সেতু নির্মাণ করা হোক। শিক্ষার্থী বাপ্পি বলেন, বাঁশের সাঁকো পার হয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে ভয় করে। তারপরও যেতে হয়। বাঁশের সাঁকোটি খুব ঝুঁকিপূর্ণ। সরকার আমাদের পড়ালেখার কথা চিন্তা করে সেতুটা যেন করে দেয়। এ বিষয়ে বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ বলেন, এই বাঁশের সাঁকোটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সাঁকো। এই সাঁকো দিয়ে ৪/৫টি ইউনিয়নের হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে। এখানে পাকা সেতু না থাকায় মানুষ অনেক দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও নারীরা বেশি দুর্ভোগ পোহাচ্ছে। আমরা বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেছি সেতুটি নির্মাণের ব্যাপারে। বিগত ৩-৪ বছর আগে সার্ভে হয়েছিল সেতু করার জন্য। কিন্তু কী কারণে সেতুটি হয়নি সেটা জানি না। এ ব্যাপারে লাখাই উপজেলা প্রকৌশলী (এলজিডি) এহতেসামুল হক বলেন, বর্তমানে কোনো বরাদ্দ নেই, তবে খুব তাড়াতাড়ি এরকম প্রকল্প হওয়ার সম্ভাবনা আছে। ৩-৪ বছর আগে সার্ভে হওয়ার পর কেন এখন পর্যন্ত সেতু হয়নি জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com