নিজস্ব প্রতিনিধি: আজমিরীগঞ্জে কুশিয়ারার কালনী নদীর তলদেশ থেকে শ্যালো ড্রেজারের মাধ্যমে বেশ কিছুদিন ধরে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করছে একটি অসাধুচক্র। গত বুধবার দিবাগত গভীররাতে বদলপুরের পিরোজপুর গ্রামের সামনে নদীতে এ ঘটনা ঘটে।
একই সময় অভিযান চালিয়ে বালু বোঝাই ভলগেট সহ একজনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবিড় রঞ্জন তালুকদার। এ সময় তীরে উঠে ডাকাত ডাকাত বলে চিৎকার করে একটি ঝামেলা সৃষ্টির পায়তারা করছিল দূর্বৃত্তরা।
জানা যায়,
আজমিরীগঞ্জের বদলপুরের পিরোজপুর গ্রামের সামনে কুশিয়ারার কালনী নদীর তলদেশ থেকে বেশ কিছুদিন ধরে গভীররাতে শ্যালো ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে আসছিল এলাকার একটি অসাধুচক্র। খবর পেয়ে গত বুধবার দিবাগত রাত ২ টায় অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবিড় রঞ্জন তালুকদার। এ সময় অসাধুচক্রের লোকজন তীরে উঠে ডাকাত ডাকাত বলে চিৎকার করে ঝামেলা সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়। পর বালু বোঝাই একটি ভলগেট সহ উত্তোলনের সহিত জড়িত একজনকে আটক করা হয়। টের পেয়ে বাকিরা নৌকায় চড়ে আত্মগোপন করে। বালু বোঝাই ভলগেট লঞ্চঘাট সংলগ্ন স্থানে রাখা হয়েছে। এ ছাড়া আটককৃত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কদমতলীর বাসিন্দা আব্দুস শহীদের পুত্র মোঃ দয়াল মিয়াকে থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে, উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার জানান, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এবং পাড় ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। আমরা এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং অভিযান অব্যাহত থাকবে।বালুসহ একটি স্টিলের নৌকা জব্দ করে আলামত সংগ্রহ করেছি , নিয়মিত মামলা হওয়ার জন্যে আজমিরীগঞ্জ থানায় এজাহার দাখিল করা হয়েছে ,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার একটি অসাধুচক্র কুশিয়ারা নদী থেকে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ধসে পড়ার পাশাপাশি স্থানীয় কৃষিজমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়েছে।
Leave a Reply