নিজস্ব প্রতিনিধি: আজমিরীগঞ্জের জলসুখার লাম্বাদড়াল হাওরে দুই বর্গাচাষী কৃষকের প্রায় ৯৮০ শতাংশ (৩৫কেদার) কৃষিজমির উপর বিষাক্ত কীটনাশক স্প্রে করে ফসল নষ্ট দিয়েছে দূর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত গভীররাতে এলাকার লাম্বাদাড়াল হাওরে এ ঘটনা ঘটে।
এতে করে বর্গাচাষী গরীব কৃষক মোঃ রুবেল মিয়া ও আমজদ আলীর সোনালী স্বপ্ন ম্লান হয়ে গেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছে ওই দুই কৃষক।
জানা যায়,
চলতি মৌসুমে উপজেলার জলসুখা গ্রামের বর্গাচাষী কৃষক মোঃ রুবেল ও আলী আমজাদ ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু মিয়ার নিকট থেকে লাম্বাদড়াল হাওরের প্রায় ৯৮০ শতাংশ (৩৫ কেদার) কৃষিজমিতে বোরো ধান বর্গা এনে চাষ করেন। গত বছর ওই ইউপি চেয়ারম্যান নিজে ধান চাষ করেছিলেন। ওই সময়েও পূর্ব শত্রুতার জের ধরে একইভাবে কীটনাশক মেরে ধান নষ্ট করে দেয়া হয়েছিল। কৃষিজমিতে বর্তমান ধানের শীষ বের হচ্ছে। গত মঙ্গলবার দিবাগত গভীররাতে দুর্বৃত্তরা কৃষিজমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। পরদিন বুধবার সকালে রুবেল ও আমজদ আলী কৃষিজমিতে গিয়ে সমস্ত ফসল পুড়ে লালচে হয়ে গেছে বলে দেখতে পায়। বিষয়টি উপজেলা কৃষি অফিসকে জানালে, মাঠ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষাক্ত ঘাস মারা স্প্রে করা হয়েছে বলে জানান।
এ ব্যাপারে কৃষক রুবেল ও আমজদ আলী জানান, এই জমি বর্গা এনে চাষ বাবদ খরচ হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। আামাদের ক্ষতি হয়েছে প্রায় নয় লক্ষ টাকা। গরু বিক্রি ও ঋণ করে ধান রোপন করেছিলাম মহাজনের ঋণ দিবো কিভাবে এবং খাব কিভাবে? এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ লুৎফে আল মঈজ জানান বিষয়টি শুনেছি মাঠকর্মীরা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমান বুঝে এবং গরীব বর্গাচাষী সহযোগিতার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হবে।
Leave a Reply