স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ওসমানীনগর উপজেলায় পুলিশ দেখে পালানোর সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ওসমানীনগর থানা পুলিশের একটি দল উপজেলার ইলাশপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশিকালে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের মৃত আলমগীর মিয়ার পুত্র মোঃ শাহ আলম (২০), একই থানার উত্তর নরপত্তি গ্রামের আদ নারায়ন নাইডুর পুত্র কৃষ্ণ নাইডু (৩২), সুনামগঞ্জ জেলার ছাতক থানার সিংচাপইড় খাসগাও গ্রামের মৃত মনু মিয়ার পুত্র মো. শুক্কুর আলী প্রকাশ আজাদ (৩০),চুনারুঘাট থানার পশ্চিম পাকুড়িয়া গ্রামের মৃত আলপি মিয়ার পুত্র মো. ফুল মিয়া (৪৩) ও একই গ্রামের কাজল মিয়ার পুত্র মোঃ সুজন মিয়া (২৬)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধরণের ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট পুলিশ।
Leave a Reply