মোঃ তোফাজ্জল মিয়া ॥ চুনারুঘাটে তারুণ্য শক্তির হাত ধরে ‘সত্যের পথে মানব সেবা ‘এই স্লোগান কে ধারণ করে আত্মা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আস্থা ফাউন্ডেশন । আত্ম প্রকাশের দিনে ঈদ কে সামনে রেখে দারিদ্র পীড়িত মানুষের মূখে হাসি ফোটাতে শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয় গরুর মাংস ও নিত্যপ্রয়োজনীয় জিনিস। উপস্থিত এক ব্যক্তি জানান, প্রতি বছর ঈদুল ফিতর আসে কিন্তু মাংস কেনার মত সামর্থ্য থাকে না এ বছর যুবকদের এমন আয়োজনে আমাদের পরিবারে ঈদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিবে। আস্থা ফাউন্ডেশনের সদস্য মাশরাফি মাহি জানান; এখন থেকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অবহেলিত মানুষদের জন্য আস্থার প্রতিক হবে “আস্থা ফাউন্ডেশন ” সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। মাংস বিতরণ কার্যক্রম কে ঘিরে উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সদস্য তানিম আহমেদ,আসানুল শিহান,নাইমুর রহমান,জুনাইদ আহমেদ,অভি তালুকদর, ইহতিকার তপু,উক্ত কার্যক্রমে প্রবাসীদের আর্থিক সহযোগিতা ছিলো প্রশংসনীয়।
Leave a Reply