আজ মঙ্গলবার দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে আগুন লাগে
হবগিঞ্জরে চুনারুঘাট উপজলোর সাতছড়ি জাতীয় উদ্যানে আবারো আগুন লগেছে। মঙ্গলবার (১ এপ্রলি) দুপুরে উদ্যানরে আগুনরে সূত্রপাত হয়। এ আগুনে প্রায় ৩০ শতাংশ বনভূমি পুড়ে গছে।ে বনরক্ষীদরে তাৎক্ষণকি তৎপরতায় দ্রুত আগুন নয়িন্ত্রণ করা সম্ভব হয়।
গত ১৩ র্মাচ উদ্যানরে একটি টলিায় আগুন লগেে এক একররে বশেি বনাঞ্চল পুড়ে যায়।
সাতছড়ি বন্যপ্রাণী রঞ্জে র্কমর্কতা (ভারপ্রাপ্ত) মামুনুর রশদি জানান, কে বা কারা আগুন লাগয়িছে,ে তা জানা যায়ন। ধারণা করা হচ্ছ,ে ধূমপান থকেে আগুনরে সূত্রপাত হয়ছে। উদ্যানরে প্রাণ-প্রকৃতি বড় ধরণরে ক্ষতি থকেে রক্ষা পয়েছে। ঈদরে দনি আগুনে পুড়ল ছয় দোকান সুন্দরবনে আগুন লগেে সাড়ে ৫ একর বনভূমি ক্ষতগ্রিস্ত সুন্দরবনে আগুন লগেে সাড়ে ৫ একর বনভূমি ক্ষতগ্রিস্ত এ উদ্যানরে ভতেরে অন্তত ২৪টি আদবিাসী পরবিাররে বসবাস। রয়ছেে বন বভিাগরে লোকজন। র্পযটকদরে জন্য চালু আছে প্রজাপতি বাগান, ওয়াচ টাওয়ার, হাঁটার ট্রইেল, খাবার হোটলে, রস্টে হাউস, মসজদি, রাত যাপনে স্টুডন্টে ডরমটির।উদ্যানে দুই শতাধকি প্রজাতরি উদ্ভদিরে মধ্যে শাল, সগেুন, আগর, র্গজন, চাপালশি, পাম, মহেগন, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম, জামরুল, সধিা জারুল, আওয়াল, মালকোস, আকাশমন, বাঁশ, বতে ইত্যাদি উল্লখেযোগ্য।
উদ্যানে ১৯৭ প্রজাতরি জীবজন্তুর মধ্যে প্রায় ২৪ প্রজাতরি স্তন্যপায়ী, ১৮ প্রজাতরি সরীসৃপ, ৬ প্রজাতরি উভচর। আরো আছে প্রায় ২০০ প্রজাতরি পাখ। রয়ছেে লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমান, উল্লুক, ভাল্লুক, চশমাপরা হনুমান, শয়িাল, কুলু বানর, মছেো বাঘ, মায়া হরণিরে বচিরণ। সরীসৃপরে মধ্যে আছে নানা জাতরে সাপ। কাও ধনশে, বন মোরগ, লাল মাথা ট্রগন, কাঠঠোকরা, ময়না, ভমিরাজ, শ্যামা, ঝুটপিাঙ্গা, শালকি, হলদে প্রভৃতরি আবাসস্থল এই উদ্যান।
Leave a Reply