আব্দুল মালেক, বানিয়াচং ॥ ইজরাইল কর্তৃক ফিলিস্তিনের রাফাহ ও গাজাবাসীর উপর গণহত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে সর্বস্তরের আলেম উলামাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর দারুল কোরআন মাদ্রাসা মাঠ থেকে শুরু করে বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে হাজার-হাজার ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় সভাপতিত্ব করেন আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)।
বক্তাগণ বলেন, গাজায় বিশ^ মানবতা ও সভ্যতা আজ চরমভাবে ভুলুন্ঠিত হচ্ছে। শিশু-নারী থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষদের বোমা হামলা করে শহীদ করছে দখলদার ইজরাইল। গাজা ও রাফা শহর মাটির সঙ্গে মিশে গেছে। জাতিসংঘ,ওয়াইসি ও আরবলীগসহ মুসলিম রাষ্ট্রপ্রধানগণও নীরব ভূমিকা পালন করছে। এ ক্ষেত্রে প্রত্যেক মুসলমানের উচিৎ ইজরাইলের সব পণ্য পরিহার করা। ব্যবসায়ীদেরও উচিৎ হবে না এসব পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে রাখা।
মাওলানা মশিউর রহমান ও মাওলানা মুনতাসির আলম সোহানের যৌথ সঞ্চালণায় বক্তব্য রাখেন মাওলানা শায়খ মখলিছুর রহমান, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আইয়ূব বিন সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মস্তোফা আল হাদী, সাবেক আহবায়ক আলহাজ¦ লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডা. খন্দকার তালেব উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল অলি, মাওলানা নাসির উদ্দিন আনসারী, সাবেক ছাত্রনেতা মাওলানা এখলাছুর রহমান রিয়াদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ রিমন আহমদ প্রমুখ।
Leave a Reply