লাখাই সংবাদদাতা ॥ লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ডাকাত সহ দুই পলাতক আসামী গ্রেফতার হয়েছে। তারা হলেন খালেক মিয়া ও আবু লায়েছ। থানা সুত্রে জানা যায় লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে ৬ এপ্রিল রোববার দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ করাব ইউনিয়নের রাঢ়িশাল গ্রামের এনাম আলীর ছেলে ৯ বছর ডাকাতি মামলার পলাতক আসামী খালেকের বাড়ী থেকে গ্রেফতার করেন এবং অপর এক অভিযানে রোববার ৬ এপ্রিল দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক আক্তারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ লাখাই ইউনিয়নের সুজনপুর গ্রামের জুলহাস মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী আবু লায়েছ কে তার বাড়ী থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply