স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জ জেলা। দ্রুত এ হামলা ও আগ্রাসন বন্ধের দাবিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ বিক্ষোভ- সমাবেশ কর্মসূচি পালন করেছে। এছাড়াও হবিগঞ্জের আইনজীবীরাও কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ জেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নেমে বিক্ষোভ করেন ছাত্র- জনতা। এছাড়া বিএনপি, জামায়াত এবং এনসিপির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে আলাদা আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এসব আন্দোলনে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন। এদিকে, হবিগঞ্জ আইনজীবী সমিতির সদস্যরা সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল করে এবং পরে সমিতির কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এতে জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রুমি, সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট মনজুর উদ্দিন শাহীন, অ্যাডভোকেট হাফিজুল ইসলাম সহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সহযোগিতা করছে। যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম না মেনে এ হামলা মেনে নেওয়া যায় না।
Leave a Reply