স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে গাভী লালন পালনের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতির ২৫ জন সদস্যের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাঈল তালুকদার রাহি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তিনি জানান-২৫ জন সমবায়ীকে ৪০ হাজার করে মোট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ২৫ জনকে ১০ লাখ টাকার চেক দেওয়া হবে গরু লালন পালনের জন্য। এর আগে সমবায় মন্ত্রণালয়ের দুগ্ধ প্রকল্প থেকে তাদের প্রত্যেককে ১ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে বকনা গরু ক্রয় করার জন্য। চেক হাতে পেয়ে সমবায়ী মমতাজ বেগম জানান, এর আগে বকনা গরু কেনার জন্য টাকা পেয়েছি, এখন লালন পালনের জন্য টাকা পেলাম। আশাকরি এই প্রকল্পের মাধ্যমে আমাদের পরিবারে স্বচ্ছলতা আসবে।
Leave a Reply