স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তারেকুল আমান শাহ (২৯)কে গ্রেফতার করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াস নগর গ্রামের এম এ আজাদ ( আহাদ)এর ছেলে। গতকাল মঙ্গলবার ভোররাতে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হান্নান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি উৎসব মাঠে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেকুল আমান শাহ (২৯)কে গ্রেফতার করেন। থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply