স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর ইজারা বর্হিভূত এলাকা থেকে দুই কোটি টাকার অধিক মূল্যের বালু জব্দ করা হয়েছে। গতকাল বিকাল ২টায় চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলম মাহবুব এই অভিযান পরিচালনা করেন। এ সময় চুনারুঘাট পুলিশের একটি দল সহযোগিতা করে। সহকারী কমিশনার ( ভূমি) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তারা এ বালু জব্দ করেছেন। তবে কি পরিমান বালু আর কত টাকা মূল্যমানের তা এখনো নির্ধারন করা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া ও বালু জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। অপর একটি সূত্র জানায়, জব্দকৃত বালুর মূল্য দু,কোটি টাকার অধিক হবে। কারো কারো মতে জব্দকৃত বালুর পরিমান ২৫ থেকে ৩০ লাখ ঘনফুট হবে। উল্লেখ্য, চুনারুঘাট উপজেলার দেওর গাছ ইউনিয়নের কাচুয়া সংলগ্ন ধনশ্রী গ্রাম এলাকায় আইতন গ্রামের প্রভাবশালী যুবলীগ নেতা আব্দুছ সালাম দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। পটপরিবর্তনের পর ওই নেতা গা ঢাকা দিলে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে এই বালুর স্তুুপ। বালু ব্যাবসার সাথে জড়িত বেশ কয়েকজন ব্যবসায়ী পরিচয় প্রকাশ না করা শর্তে জানান, জব্দকৃত বালুর মূল্য আড়াই থেকে তিন কোটি টাকা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবীও করছেন তারা।
Leave a Reply