নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সল তালুকদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার খালেক মঞ্জিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ফয়সল তালুকদার উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার ছেলে। স্থানীয়দের থেকে জানা গেছে, ইতিপূর্বে ফয়সল ও তার প্রতিপক্ষ পৌর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা শক্তি প্রদর্শন করেছে। এতে সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ফয়সল তালুকদারের বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, আত্মগোপনে থেকে বিভিন্ন সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগকে পূর্ণগঠনে কাজ করছে ফয়সল।
Leave a Reply