মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

বৃষ্টি নেই, খরতাপে সবুজ চা পাতা লাল হয়ে শিকড় মরে যাচ্ছে

বৃষ্টি নেই, খরতাপে সবুজ চা পাতা লাল হয়ে শিকড় মরে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খরার কবলে পড়েছে হবিগঞ্জের ২৪টি চা-বাগান। খরার কারণে বাগানের ভেতরের ছড়া গুলোও শুকিয়ে গেছে। পানি সংকটে চা গাছের শিকড় শুকিয়ে পাতা ঝরে যাচ্ছে, নতুন করে পাতা গজাচ্ছে না। চলতি মৌসুমে খরার কারণে চা-শিল্পে বড় ধরনের লোকসান গুনতে হবে বলে আশঙ্কা এই শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের। তবে আবহাওয়া কার্যালয় বলছে, খুব শিগগির বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে খরা থেকে মুক্তি মিলবে। দেশে ১৬৭টি চা বাগান আছে। এর মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ, বাহুবল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ছোট-বড় ২৪টি চা বাগান আছে। আয়তনে প্রায় ১৬ হাজার হেক্টর। প্রতি হেক্টর জমিতে দুই থেকে আড়াই হাজার কেজি চা পাতা উৎপাদন হয়।
সরেজমিনে মাধবপুরের নোয়াপাড়া, সুরমা চা বাগান এবং চুনারুঘাটের দেউন্দি ও চণ্ডী চা বাগানে দেখা গেছে, অনাবৃষ্টির কারণে বাগানের চা বাগান গুলো লাল বর্ণ ধারণ করেছে। চা গাছের শিকড় শুকিয়ে গেছে। এ জন্য নতুন পাতা (কুঁড়ি) গজাচ্ছে না। বাগানের ভেতরের ছড়াগুলো শুষ্ক। প্রতিটি বাগানে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। কোনো কোনো বাগানে গাছ বাঁচাতে কৃত্রিম ভাবে পানির পাম্প বসিয়ে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আয়তনে বিশাল হওয়ায় পুরো জায়গায় পানি দেওয়া সম্ভব হচ্ছে না। গত মঙ্গলবার সকালে চণ্ডী চা বাগানে কৃত্রিমভাবে পানি দিচ্ছিলেন শ্রমিক পবিত্র কুণ্ড। তিনি বলেন, আগে একসময় কুয়া থেকে পানি দেওয়া হতো। এখন তা কমে গেছে। বাগানে পানির স্তর নিচে নেমে গেছে। পাম্প বসিয়েও পানি পাওয়া যাচ্ছে না। পানির জন্য হাহাকার শুরু হয়েছে। অনেক শ্রমিক নিজেদের নিত্যপ্রয়োজনে দূরদূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন। নারী শ্রমিক মিনতি সাঁওতাল বলেন, বৃষ্টি না থাকায় চা গাছে এবার সবুজ কুঁড়ি জন্মাচ্ছে না। চণ্ডী চাবাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান বলেন, খরার কারণে চা উৎপাদন বন্ধ আছে। এভাবে আর কিছুদিন চললে এবার তাঁরা কোনো চা পাতা সংগ্রহ করতে পারবেন না। দেশের অধিকাংশ বাগান এবার বড় ধরনের লোকসানের দিকে যাচ্ছে। বাংলাদেশ চা গবেষণাকেন্দ্র সূত্রে জানা গেছে, চা গাছ সর্বোচ্চ ২৯ ডিগ্রি পর্যন্ত তাপ সহ্য করতে পারে। তার ওপরের তাপমাত্রা চায়ের জন্য ভালো নয়। চায়ের জন্য ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তম। তবে চ বাগানে ছায়াগাছ থাকলে তাপমাত্রা সহ্য করতে পারে। বর্তমানে তাপমাত্রা রেকর্ড হচ্ছে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সূর্যালোকের উপস্থিতিতে গাছের পাতায় অবস্থিত ক্লোরোফিলের মাধ্যমে গাছ যেভাবে খাদ্য আহরণ করে, তাপমাত্রা ২৯ ডিগ্রি পার হলেই চা গাছ সেই সক্ষমতা হারিয়ে ফেলে। মাধবপুরের নোয়াপাড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সোহাগ মাহমুদ বলেন, এবার লম্বা সময় ধরে বৃষ্টি হচ্ছে না। আগে মাঘ, ফাল্গুন, চৈত্র মাসে বৃষ্টি হতো। ফলে বাগানে কচি চা পাড়সংগ্রহের ধুম পড়ে যেত। এখন মাধবপুরে অনেক শিল্পকারখানা গড়ে উঠেছে। তাঁর ধারণা, বায়ুমণ্ডলে কারখানার ধোঁয়া মিশ্রিত হওয়ায় বাগান এলাকায় প্রভাব পড়ছে। সুরমা চা বাগানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মিলন হোসেন বলেন, গত বছর এ সময়ে বাগানে প্রচুর সবুজ চা–পাতা পাওয়া গিয়েছিল। কিন্তু চলতি মৌসুমে খরার কারণে চা গাছ টিকিয়ে রাখা কঠিন। কারণ, সূর্যের তাপ সবুজ চা পাতা সহ্য করতে পারছে না। চা পাতা লাল হয়ে গাছের শিকড় মরে যাচ্ছে। এখন কারখানায় পাতা প্রক্রিয়াজাত করার সময়। কিন্তু সেই অনুপাতে কিছুই করা যাচ্ছে না। উৎপাদন ও বিক্রি কমে গেলে এবার বড় সংকটে পড়তে হবে চা বাগান গুলোকে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গত বছর মার্চ মাসে বৃষ্টির পরিমাণ ছিল ৪৮ মিলিমিটার। এবার একই সময়ে মাত্র চার মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com