জুবায়ের আহমেদ ॥ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থেকে পালিয়ে আসা দুই শিশুকে বাহুবলে উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার মিরপুর বাজার বিশ্বরোড এলাকায় তাদের সন্দেহজনক চলাফেরা করতে পায় স্থানীয় লোকজন। এসময় দুই শিশু বায়ান রহমান(৯) ও সায়িম আহমেদ(১০)কে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কলাপাড়া গ্রামের মুজিবুরের ছেলে মাদ্রাসা ছাত্র বায়ান রহমান(৯) একই উপজেলার গাগরা মেহেরহাটি গ্রামের মোবারক হোসেন এর ছেলে বায়ানের বন্ধু সায়িম আহমেদ(১০)কে নিয়ে রবিবার সকাল ৯ টার দিকে একটি বাস যোগে সিলেটের উদ্দেশ্য রওয়ানা দেন। দুপুর ১২ টার দিকে বাসটি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর বিশ্বরোডে আসলে দুই শিশু নেমে যায়। পরে তাদের চলাফেরা দেখে স্থানীয় লোকদের সন্দেহ হলে তাদেরকে বাহুবল মডেল থানা পুলিশের হাওলা করা হয়। পরে বাহুবল মডেল থানা পুলিশ দুই শিশুকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করা হয়। এ বিষয়ে সমাজসেবা অফিস সহকারী সুজন আহমেদ জানান, রবিবার বিকেলে বায়ান ও সায়িম নামে দুই শিশুকে বাহুবল মডেল থানার পুলিশ সমাজসেবা অফিসে হস্তান্তর করেছেন, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এসে দুই শিশুকে নিয়ে যাবেন।
Leave a Reply