মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ জেলার অন্যতম সেবাধর্মী ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খোয়াই এয়ার ট্রাভেলসের উদ্যোগে এক বৃহৎ পরিসরের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন উপাধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন রুমি এবং সভাপতিত্ব করেন খোয়াই এয়ার ট্রাভেলস এর সত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মুফতি আবুল হাসিম। চলতি বছর খোয়াই এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনায় সারাদেশ থেকে ১০১৪ জন হজ্জযাত্রী পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন। হজ্জযাত্রার পূর্বে যথাযথ প্রস্তুতি, আনুষ্ঠানিকতা ও ধর্মীয় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন হজ্জযাত্রীসহ তাদের পরিবারবর্গ ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানস্থলে শুরু থেকেই উদ্দীপনাময় পরিবেশ বিরাজ করে। খোয়াই এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি আবুল হাসিম বলেন, “হজ্জযাত্রীরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে এবং সুশৃঙ্খলভাবে হজ্জ পালন করতে পারেন, সে লক্ষ্যে আমরা প্রতিবছর এই প্রশিক্ষণের আয়োজন করি। হজ্জের রীতি-নীতি, করণীয় ও আচরণগত দিক সম্পর্কে সঠিক ধারণা থাকলে যাত্রীরা অনেক বেশি উপকৃত হন।” প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ ফকিহ মাওলানা জাহাঙ্গীর আলম মোজাহিদী, মুফতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ, মাওলানা সিরাজুল ইসলাম আল কাদরী, প্রফেসর ফিরুজুল ইসলাম চৌধুরী, মাওলানা আব্দুস সহিদ, মাওলানা বদরুর রেজা সেলিম, ডা. আব্দুল ওয়াহাব, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা ইরফান আলী, মাওলানা মুফতি সালেহ আহমদ, কাজী মাওলানা আব্দুল হাই, হাফেজ মাওলানা মোতাহির হোসাইন ও মাওলানা আব্দুল ওয়াহিদ সহ অভিজ্ঞ মোয়াল্লেমগণ। তাদের সুচিন্তিত বক্তব্য ও দিকনির্দেশনার মাধ্যমে অংশ গ্রহণ কারীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি হজ্জের বাস্তবিক প্রস্তুতি সম্পর্কেও পরিপূর্ণ ধারণা লাভ করেন।
উক্ত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লন্ডন প্রবাসী জামান ট্রাভেলস এর সত্ত্বাধিকারী আব্দুল আহাদ সুমন, অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রউফ এবং সৌদি আরব প্রবাসী মোয়াল্লেম প্রতিনিধি মো. ইমরান, খোয়াই ট্রাভেলসের প্রতিনিধি মোঃ ওয়ারিছুজ্জামান। উল্লেখ্য, খোয়াই এয়ার ট্রাভেলস দীর্ঘদিন ধরে হজ্জ ও ওমরাহ যাত্রীদের বিশ্বস্ততার সঙ্গে সেবা প্রদান করে আসছে। তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা এবং মানসম্মত সেবার কারণে প্রতিষ্ঠানটি দেশজুড়ে একটি সুপরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com