চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চলমান দাখিল ও সমমান পরীক্ষার দ্বায়িত্ব থেকে একটি কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন। সোমবার (২১ এপ্রিল) চুনারুঘাট সরকারী কলেজ মাদ্রাসা পরীক্ষার্থীদের কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী। তিনি জানান, চুনারুঘাট সরকারী কলেজ কেন্দ্রে উপজেলার মাদ্রাসা শিক্ষার্থীদের দাখিল বাংলা প্রথম পর্বের পরিক্ষা ছিল। নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে উক্ত কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে নৈব্যত্তিক পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষার্থীকে একই সেটে পরীক্ষা দিতে দেখা যায়। অথচ সরকারী নির্দেশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার কথা। তাই দ্বায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রের সকল শিক্ষককে (২৩ জনকে) পরীক্ষার দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন হাজী আলীম উল্লা মাদ্রাসার শিক্ষক হামিদা আক্তার, বজলু মিয়া, এনামুল হক, উবাহাটা কুদ্রতিয়া মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম, গোগাঊড়া দাখিল মাদ্রাসার শিক্ষক শাহেনা খাতুন, শাকির মোহাম্মদ দাখিল মাদ্রাসার শিক্ষক ইসমাঈল হুসাইন, তাজুল ইসলাম, রানীগাও দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম ও মুরাদ হাসান, সাইয়েদ কুতুবুল আউলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আশিক হাসান, আব্দুল আলী, শানখলা আলিম মাদ্রাসার শিক্ষক আশরাফ আলী, মাহতাব হোসাইন, মাসুক আহমেদ, দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম, ও মইনুল হাসান, হাজী জুবেদা দাখিল মাদ্রাসার শিক্ষক নাসিরুল ইসলাম, জারুলিয়া মাদ্রাসার শিক্ষক সালমা আক্তার, চলিতার আব্দা দাখিল মাদ্রাসার শিক্ষক মনজুর রহমান, এনামুল হক, জসিম উদ্দিন, পাইকপাড়া মাদ্রাসার শিক্ষক সাজ্জাদ আলম চৌধুরী ও উবাহাটা মহিলা মাদ্রাসার শিক্ষক খোরশেদুল ইসলাম। কেন্দ্র সচিব মাওলানা আফসার আহমেদ তালুকদার এর মোবাইলে বার বার কল দিলেও তিনি কল রিসিভ করেন নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শোকরানা জানান, মাদ্রাসা কেন্দ্রে বাংলা পরীক্ষায় নৈর্ব্যত্তিক একাধিক সেটে নেওয়ার কথা, কিন্তু শিক্ষকরা একটি সেটই শিক্ষার্থীদের পরীক্ষা নেন। তিনি জানান, পরবর্তী পরীক্ষা নেওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়ের ২৩ জন শিক্ষককে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply