শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ তিন মাস আগে নিহত হন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, শায়েস্তাগঞ্জ শহরের ব্যবসায়ী মহসিন মিয়া(৩৫)। ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি সড়ক মোড় এলাকায় ডাকাতের কবলে পড়ে তিনি নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি শায়েস্তাগঞ্জ থানার এএসআই তাজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। নিহত মহসিনের স্বজন, সহকর্মী ও সতীর্থরা এ হত্যাকান্ডের সঠিক তদন্ত ও বিচার দাবী করেছেন।
নিহত মহসিনের ভাই মো. জুয়েল মিয়া বলেন, আমার ভাইয়ের প্রকৃত হত্যাকারী কে বা কারা আমরা এখনো তা জানতে পারিনি। উপজেলা বিএনপির সহসভাপতি প্রকৌশলী আব্দুল আজিজ বলেন, এ পর্যন্ত মামলার যে অগ্রগতি হয়েছে তা পর্যাপ্ত নয়, ডাকাতি ছাড়াও এ হত্যাকান্ডের পেছনে কোন রহস্য আছে কিনা তা প্রশাসনকে খুঁজে দেখতে হবে। শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি ইয়াসির খান বলেন, মহসিন হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। এ দাবীতে আমরা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচিপালন করবো। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, মহসিন হত্যায় পরিবারের স্বজনরা কোনো মামলা করেননি, পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় সাতজন আসামীকে গ্রেফতার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
Leave a Reply