মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের কাছে একটি বাসায় অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবাসহ মা মেয়েকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী রিয়া বেগম (৩৮) ও তার মেয়ে বকুল (১৭)। তাদেরকে রাতেই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ডিউটি অফিসার লাল মিয়ার কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। গতকাল শনিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply