রবিবার, ১৮ মে ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকদের সতর্কতা জারি

সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকদের সতর্কতা জারি

স্টাফ রিপোর্টার ॥ সাতছড়ি জাতীয় উদ্যানে এশিয়াটিক কালো প্রজাতির ভালুকের ছবি স্থানীয় এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বন বিভাগ পার্শ্ববর্তী তেলমাছড়া ও সালটিলা পাহাড়ে সাধারণ মানুষকে নির্বিঘ্নে প্রবেশে সতর্কতা জারি করেছে। জানা গেছে, মাধবপুরে তেলমাছড়া বনটি প্রায় ১৭০০ একরের একটি বন্যপ্রাণীর অভয়াশ্রম। স্থানীয় ওই বনের পাহাড়িরা লাকড়ি বা কাঠ সংগ্রহ করতে গিয়ে অনেকে ভালুকের চলাফেরা প্রত্যক্ষ করেছেন। ভালুকের সঙ্গে বাচ্চা থাকলে এরা আক্রমণাত্মক প্রবণ হয়ে ওঠে। এজন্য স্থানীয় বন বিভাগ ওইসব পাহাড়ে সাধারণ মানুষকে নির্বিঘ্নে প্রবেশে সতর্কতা জারি করেছে। এছাড়া জোরদার করেছেন বনে তাদের টহল কার্যক্রম। সম্প্রতি ওই পাহাড়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভালুকটি ভয়ে একটি ইউক্লিপটাস গাছে আশ্রয় দিলে সেই গাছে ভালুকের পায়ের আঁচড়ের চিহ্ন দৃষ্টিগোচর হয়েছে। তেলমাছড়া বনের বনরক্ষক সাদেকুর রহমান জানান, বাচ্চাসহ ভালুক তেলমাছড়া ও সালটিলায় বিচরণ করছে। আমরা খুব সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছি। কখনো কখনো এসব সাতছড়িতেও ফেরত যাচ্ছে। এ বিষয়ে তেলমাছড়ার বিট কর্মকর্তা মেহেদী হাসান জানান, অনেক পাহাড়ি লোক লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বাচ্চাসহ ভালুকটিকে দেখেছে। সম্প্রতি আমরা টুরিস্টদের পাহাড়ে প্রবেশ করতে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিচ্ছি। এছাড়া আমাদের টহল কার্যক্রমকেও জোরদার করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com