সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা নিয়ে মুখ খুলেছেন মুমিনুল হক
রাওয়ালপিন্ডি টেস্টের মধ্যেই ঢাকায় হওয়া এক হত্যা মামলায় আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলায় আসামি করা হয়েছে মোট ১৫৬ জনকে।
তবে রাওয়ালপিন্ডিতে অবিস্মরণীয় জয়ের পর আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের বিরুদ্ধে মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে অভিহিত করেছেন টেস্ট দলের আরেক ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মুমিনুল হক। ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’
Leave a Reply