স্টাফ রিপোর্টার ॥ বন্যায় কৃষিজমির অপূরণীয় ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। উজান থেকে নেমে আসা পানিতে খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ফসলী জমি। ফসল নষ্ট হওয়ার পর দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এদিকে বন্যার পানি কমলেও নতুন করে চারা রোপণ করার মত সময় নেই। তাছাড়া সার, বীজ ও শ্রমিকের মজুরি বাবদ যে অর্থ খরচ হবে সেটাও হাতে নেই। কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় অবস্থা আরও সঙ্গিন। তবে কিছু গ্রামে ঘর-বাড়ি থেকে পানি নেমে গেলেও ফসলি জমি এখনও তলিয়ে আছে।
চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের ১২ কৃষকের ২০০ শতাংশ জমি ঘরবাড়ি বন্যায় তলিয়ে যায়। এছাড়া আরো ৮ কৃষকের ৩২০ শতাংশ ধানী জমি খোয়াই নদীর বালি উঠে নিচে চলে যায়। এতে কৃষকরা সর্বহারা হয়ে পড়েছেন।
জানা যায়, বন্যায় খোয়াই নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে ফসলি জমি। এতে কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ঋণ নিয়ে আবাদ করা ফসল হারিয়ে তারা এখন দিশেহারা। দুশ্চিন্তায় তাদের দিন কাটছে। বন্যায় নদীতে জোয়ারের পানিতে জমিসহ পাঁচ-ছয় ফুট পানির নিচে তলিয়ে যায় ওই এলাকা। ফসলি জমির পাশাপাশি জোয়ারের পানিতে দোকান-পাট, মাছের প্রজেক্ট ও বসতঘরে ব্যপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply